আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় প্রতিবন্ধী বাবার কাছ থেকে জমি না পাওয়ায় সৎমাকে হাত-মুখ বেঁধে হাতুর দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।
রাতেই কলাপাড়া থানার এসআই জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের সহযোগিতায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।
উপজেলার টিয়াখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড পূর্ব রজপাড়া গ্রামে বুধবার রাত ৯ টায় এ ঘটনা ঘটেছ। সে প্রতিবন্ধী হাবিব হাওলাদারের স্ত্রী রাহিমা (৪০)। বর্তমানে তিনি কলাপাড়া হাসপাতালে কাতরাচ্ছেন।
হাসপাতালে ভর্তি আহত রাহিমা জানান, সৎ ছেলে জামাল ও তার সহকারী সুলতান, সোহরাব, জাহাঙ্গীর, খালেদ শরীবসহ ১০/১২ জন বাড়ি থেকে ডেকে পুকুরের পিছনে নিয়ে দুই হাত রশি ও মুখ গামছা দিয়ে বেঁধে লাঠি ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে। পরে বাড়িতে থাকা তার স্বামীর কাছ থেকে জোর পূর্বে স্ট্যাম্পে টিপসই স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিনিয়ে নেয় বলে তিনি জানান।
এ ঘটনায় রাহিমা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
এ ব্যাপারে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মে. জসীম জানান, ঘটনা শোনার সাথে সাথে পুলিশ পাঠিয়ে স্থানীয়দের মাধ্যমে উদ্ধার করে কলাপাড়া হাসপাতাল ভর্তি করেছি, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।