আপন নিউজ অফিসঃ "সাদকা, যাকাত, ফেতরা দিন রোগীর সেবায় অংশ নিন" এ স্লোগানের ব্যানারে বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটি কলাপাড়া উপজেলা শাখর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটি কলাপাড়া উপজেলা শাখর সভাপতি জসিম উদ্দিন আকন'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার।
প্রধান আলোচক ছিলেন-গ্রামীণ সেবা দানকারী কেন্দ্রীয় পরিচালনা কমিটি বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটির মো. শাহ আলম।
মতবিনিময় সভায় বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটি কলাপাড়া উপজেলা শাখর সাধারণ সম্পাদক আলহাজ্ব গ্রাম ডাক্তার মো. ইব্রাহিম খলিল'র সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটি কলাপাড়া উপজেলা শাখর উপদেষ্টা মো. ফিরোজ সিকদার, শাহজাদা পারভেজ টিনু মৃধা, আব্দুল সালাম বিশ্বাস, মো. জাকির হোসেন সিকদার, গ্রাম ডাক্তার শহিদুল ইসলাম, সহ সভাপতি মেজবাহউদ্দিন তালুকদার, মনির ঢালী, সাংগঠনিক সম্পাদক মো. জসিম গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমূখ।
এসময় বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটি কলাপাড়া উপজেলা শাখর নেতৃবৃন্দ ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।