আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় শিকদার বুটিকস হাউজ এর পবিত্র মাহে রমজান উপলক্ষে ঈদ ধামাকা র্যাফেল ড্র কাউন্টিং উদ্বোধন করা হয়েছে। শিকদার বুটিকস হাউজ এর মালিক মো. ফিরোজ সিকদার এই র্যাফেল ড্র কাউন্টিং উদ্বোধন করেন।
রোববার (৩ এপ্রিল) বেলা ১১ টায় পৌর শহরের শিকদার বুটিকস হাউজে এ র্যাফেল ড্র কাউন্টিং উদ্বোধন করা হয়।
কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির'র সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মহিলা ভাইস মোসা. বিলকিস জাহান, কলাপাড়া রিপোর্টাস ইউনিট'র সভাপতি জাহিদ রিপন।
এসময় শিকদার বুটিকস হাউজ এর কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সংবাদকর্মী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।