আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় শ্যালকের কথায় বৃদ্ধ মা রহিমা রেগম (৭০) কে লাথি ও পিটিয়ে জখম করেছে ছেলে ও ছেলের বউ। স্বজনরা আহত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।
মঙ্গলবার (৫ এপ্রিল) বিকাল ৩ টায় উপজেলা লালুয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড হাসনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, লালুয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড হাসনাপাড়া গ্রামের মৃত হামেদ তালুকদারের স্ত্রী রহিমা রেগম (৭০) স্বামী মারা যাওয়ার পর থেকেই তার বড় ছেলে সাগরের জেলে আবু বক্কর তালুকদারের সাথে থাকেন। ছোট ছেলে মো. ইলিয়াস তালুকদার বাড়ির পাশে মেয়েকে বিয়ে করে বসতবাড়ি করে থাকে। ছোট ছেলে মায়ের কোন খোঁজখবর নেয়না।
আহত রাহিমা রেগম কান্নাজনিত কন্ঠে বলেন, বাড়িতে চলাচল করার জন্য নতুন মাটি দিয়ে বেড়িবাঁধ নির্মাণ করি। তাতে তার শ্যালক রুবেল গাজী মঙ্গলবার বিকেলে গরু নিয়ে ওই নতুন বেড়িবাঁধ দিয়ে যাচ্ছিল, এসময় তাকে কয়েকদিনের জন্য বেড়িবাঁধ দিয়ে না যাওয়ার জন্য নিষেধ করায় কতক্ষণ পর বাড়ি থেকে ছেলে চল দিয়ে আঘাত করতে চেষ্টা করলে আমি হাত দিয়ে ফিরাই। পরে চলের আগা দিয়ে ছেলে ও ছেলের বউ বিথী পিটিয়ে এবং লাথি মেরে আহত করে। রাহিমা রেগম আরও বলেন, এরআগেও একাধিকবার আমার ছেলে আমাকে মারধোর করেছে, আমি ক্ষমা করে দিয়েছি, এবার আর নয়, আমি এর বিচার চাই।
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম বলেন, তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্বে এমন ঘটনা ঘটিয়েছে, ঘটনা শুনে জিজ্ঞেস করার জন্য তার ছেলে ইলিয়াসকে থানায় আনা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।