আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় টিয়াখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইব্রাহিম মিয়া (৫৫) কে কুপিয়ে জখম করা হয়েছে। তার আত্মীয় স্বজনরা রক্তাক্ত অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সকাল ১০ টায় পশ্চম টিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
বিকেলে তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়েছে।
আহত ইউপি সদস্য ইব্রাহিম মিয়া জানান, সকালে পরিষদের উদ্দেশ্যে রওনা হয়ে বাড়ির সামনে আসলে টিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনের জের ধরে আমার প্রতিদ্বন্দ্বী পরাজয় প্রার্থীর ভাই পশ্চম টিয়াখালী গ্রামের মোজাম্মেল সিকদার, রুবেল গাজী, শহিদ সিকদার, সাগর সিকদার, সহ ৮/৭ জন দেশী অস্ত্র নিয়ে আমার আমার উপর হামলা চালিয়ে কুপিয়ে পালিয়ে যায়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত (ওসি) মোঃ জসীম বলেন, স্থানীয় বিরোধকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটেছে, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।