আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের দক্ষিন চরপাড়া গ্রাম থেকে জামাল ফরাজী (৫৫) নামে এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১ টার দিকে তার লাশটি উদ্ধার করা হয় । লাশটি তখন নিজেদের বাড়ীর একটি রেইনট্রির সাথে ঝুলতে ছিল। তবে তার মৃত্যুর কারন কেউ বলতে পারছে না।
মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন জানান, স্থানীয় মানুষদের ভাষ্য মতে জামাল ফরাজী সকাল ৮ টার দিকে নিজের গোয়াল ঘর থেকে গরু নিয়ে সে পার্শ্ববর্তী মাঠে যায়। সকাল ৯ টার দিকে নিজের বাড়ীর গাছের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। ঘটনার সময় তার স্ত্রী পাশের গ্রামে মাঠে ডাল তুলতে গিয়েছিল।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। তবে কি কারনে সে আত্মহত্যা করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।