আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় মিঠাগঞ্জ ইউনিয়নের আরামগঞ্জ ও আলীগঞ্জ গ্রামে অসহায় রোজাদারদের মাঝ ইফতার বিতরণ করা হয়েছে।
আরামগঞ্জ ও আলীগঞ্জ গ্রামের আলেম ওলামা ও যুবকদের সংগঠন আল ইহসান স্বেচ্ছাসেবী দ্বীনি সংগঠনের উদ্যোগে অসহায়দের মাঝে এই ইফতার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন-সংগঠনের উপদেষ্টা আতিক মৃধা, হোসাইন আহমেদ শিকদার, মাওলানা খন্দকার আব্দুল কাইয়ুম, সদস্য মাওলানা হারুন বিন আব্দুল মতিন, রাসেল মীরা, আব্দুর রহমান খান, সদস্য নাছিমুজ্জামান ইমরান, জুবায়ের, খন্দকার মুনতাসির প্রমুখ।