আপন নিউজ অফিসঃ কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্ত রাখাইনসহ ৯৮ পরিবারকে তিন হাজার টাকা করে জরুরি মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। আাইসিডিপি রাখাইন কারিতাস বরিশাল অঞ্চলের উদ্যোগে বুধবার (২০ এপ্রিল) সকাল ১১ টায় কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক এর সভাপতিত্বে অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। বিশেষ অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান।
স্বাগত বক্তব্য রাখেন কারিতাস বরিশাল এর আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারি। সিকিউরস ক্যাথলিক কারিতাস ফ্রান্স এর সহায়তায় এ অর্থ বিতরণ করা হয়েছে।