রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

আমতলী প্রতিনিধিঃ মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার তৃতীয় পর্যায়ের গৃহ নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করবেন। এ উপলক্ষে রবিবার বিকেলে আমতলী উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রেস ব্রিফিং করেছেন।
জানাগেছে, মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে তুতীয় পর্যায় হতদরিদ্রদের জন্য গৃহনির্মাণ কার্যক্রমের উদ্বোধন করবেন। এ উদ্বোধন উপলক্ষে আমতলী উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ সাংবাদিকবদের সাথে প্রেস ব্রিফিং করেছেন। প্রেস ব্রিফিংএ তিনি বলেন, মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতদরিদ্রদের জন্য গৃহনির্মাণ কার্যক্রমের উদ্বোধন করবেন। ওইদিন আমতলী উপজেলার ৪০ পরিবারের মধ্যে ঘরের চাবি হস্তান্তর করা হবে।
প্রেসব্রিফিং কালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাজমুল ইসলাম, পিআইও মোঃ মুহাম্মদ জামাল হোসাইন, কানুনগো মোঃ সেলিম মিয়া, আমতলী প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মোঃ শাহাবুদ্দিন পান্না, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন, প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ রেজাউল করিম বাদল ও সাধারণ সম্পাদক সৈয়দ নুহু-উল আলম নবীন প্রমুখ।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply