আপন নিউজ প্রতিবেদন, আমতলীঃ পুকুরে ডুবে দের বছরের শিশু কন্যা ইসরাত জাহান মারা গেছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার তারিকাটা গ্রামে সোমবার সকালে। ইসরাত জাহান মিজানুর রহমান মৃধার কন্যা।
জানাগেছে, মিজানুর রহমানের চার কন্যা সোমবার সকালে বাড়ীর উঠানে বসে খেলাধুরা করতেছিল। এমন মুহুর্তে দের বছরের শিশু কন্যা ইসরাত জাহান হাপর দিয়ে পাশে পুকুরে পরে যায়। তাৎক্ষনিক শিশু কন্যাকে পুকুর থেকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ সুমন খন্দকার শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন।
শিশুর চাচা মোঃ নুরুল ইসলাম বলেন, শিশু নুৃসরাত জাহান পুকুরে ডুবে মারা গেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোঃ সুমন খন্দকার বলেন, শিশু নুসরাত জাহানকে হাসপাতালে আনার পুর্বে মারা গেছে।