আপন নিউজ অফিসঃ কলাপাড়া সাংবাদিক ফোরামের আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ফোরামের সভাপতি মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম আলমগীর হোসেনের সঞ্চালনায় এ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
এর আগে ফোরামের অভ্যন্তরীণ বিষয়ে নানা আলোচনা হয়। এসময় সভাপতি সবাইকে দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানিয়ে বলেন, নিজেদের মধ্যে সৌহার্দ্য-ভ্রাতৃত্ববোধ বজায় রেখে চলতে হবে।
তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, সুতরাং লিখনিতে উন্নয়নমূলক প্রতিযোগিতা থাকতে হবে। কোনো নীতিহীন প্রতিযোগিতায় সংবাদকর্মীরা অংশ নেয় না।
এর আগে সভায় ফোরামের উপস্থিত সকল সদস্য তাদের মতামত পেশ করেন। পরে দোয়া ও মোনাজাতে বিশ্বের সকল মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন সভাপতি মোঃ নুরুল আমিন।
এ সময় উপস্থিত ছিলেন ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফকরুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইনুদ্দিন আল আতিক, শিক্ষা সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ জুলহাস মোল্লা, সদস্য মোঃ বেল্লাল হাওলাদার, মাহতাব হোসেন হাওলাদার ও সজল বিশ্বাস প্রমুখ।