আপন নিউজ অফিসঃ কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের পূর্ব সোনাতলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা মালিক নূর আলম খান (২২) নিহত হয়েছেন।
শুক্রবার (৬ মে) বেলা আড়াইটার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নূর আলম একই গ্রামের অলি আহমেদ খান'র ছেলে।
কলাপাড়া থানার উপ-পরিদর্শক মো. জহির জানান, দিনভর অটো চালিয়ে দুপুরে নিজ বাড়িতে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন নূর আলম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ তার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন।