আমতলী প্রতিনিধিঃ যৌকুক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মাসুদ গাজীকে (২৪) শনিবার দুপুরে র্যাব সদস্যরা গ্রেফতার করেছে। ওইদিন বিকেলে তাকে পুলিশ আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। ঘটনা ঘটেছে উপজেলার পুর্ব চুনাখালী গ্রামে।
জানাগেছে, উপজেলার কালিবাড়ী গ্রামের নুর আলম গাজীর ছেলে মাসুদ গাজীর বিরুদ্ধে ২০২০ সালে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি যৌতুক হয়। ওই মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। তার অনুপস্থিতে ওই মামলায় তার এক বছরের সাজা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে পটুয়াখালী র্যাব-৮ কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ শহীদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে পুর্ব চুনাখালী গ্রাম থেকে গ্রেফতার করা হয়। পরে র্যাব সদস্যরা তাকে আমতলী থানায় সোপর্দ করেন। ওইদিন বিকেলে পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, সাজাপ্রাপ্ত আসামী মাসুদ গাজীকে আদালতে পাঠানো হয়েছে।