চঞ্চল সাহাঃ কলাপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে । মঙ্গলবার সন্ধ্যায় মাহিন (৪) এবং সকাল ১০ টার দিকে মো.রেফায়েত হোসেন (৩) নিজেদের পুকুর ঘাটে গিয়ে এ দূর্ঘটনার শিকার হয়। মাহিন উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের জামালপুর গ্রামের মো.ইলিয়াস হাওলাদারের ছেলে।
অপরদিকে, রেফায়েত হোসেন কলাপাড়া পৌরশহরের বাদুরতলী বাধঁঘাট এলাকার মো.সাকিল সিকদারের ছেলে। অনেক খোঁজাখূজির পর প্রতিবেশীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক এদেরকে মৃত ঘোষনা করেন। বাড়ীর সবার অগোচরে তারা পুকুর ঘাটে গিয়েছিল বলে স্থানীয়রা জানিয়েছে।