আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় পানিতে ডুবে মোসাঃ ইয়ানুর(৫) নামের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে।
বুধবার (১১ মে) সকালে উপজেলার চাকামইয়া ইউনিয়নের কাছিমখালী গ্রামে এ ঘটনা ঘটেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে কাছিমখালী গ্রামের মোঃ ইউনুস প্যাদার কন্যা ইয়ানুর তাদের বসত ঘরের সামনের উঠানে খেলাধুলা করছিল, এসময় সকলের অগোচরে তাদের বসত ঘরে পশ্চিম পার্শ্বের পুকুরে পরে যায়। ইয়ানুর'কে অনেকক্ষণ না দেখে খোঁজাখুঁজি একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে অচেতন অবস্থায় পুকুর থেকে উঠালে স্থানীয়রা শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন।