আমতলী প্রতিনিধিঃ গলায় ফাঁস দিয়ে জাহিদুল ইসলাম (২৫) নামের এক বিশ^বিদ্যালয়ে অনার্স পড়–য়া ছাত্র আত্মহত্যা করেছে। পারিবারের দাবী জাহিদুল মানষিক ভারসাম্যহীন ছিল। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার পশ্চিম আঠারোগাছিয়া গ্রামে শুক্রবার গভীর রাতে।
জানাগেছে, উপজেলার পশ্চিম আঠারোগাছিয়া গ্রামের সুলতান চৌকিদারের ছেলে জাহিদুল চৌকিদার নারায়নগঞ্জের একটি বিশ্ববিদ্যালয়ের অনার্সে অধ্যায়নরত ছিল। গত কয়েক মাস আগে জাহিদুল মানষিক ভারসাম্য হারিয়ে ফেলে এমন দাবী বাবা সুলতান চৌকিদারের। শুক্রবার রাতে সে ঘরের দোতালার আড়ার সাথে গামছা পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
জাহিদুলের বাবা সুলতান চৌকিদার বলেন, গত দুইমাস ধরে জাহিদুল মানষিক ভারসাম্য হারিয়ে ফেলে। শুক্রবার রাতে জাহিদুল ঘরের দোতালায় ঘুমাতে যায়। ওই রাতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়। পরিবারের দাবীর প্রেক্ষিতে মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।