আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় লালুয়া ইউনিয়নে জমিজমা বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে রাতের আধারে নিজেদের ঘরবাড়ি ও নিজের শরীরে কাটাছেঁড়া করে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মে) কলাপাড়া সাংবাদিক ফোরামে একটি লিখিত অভিযোগে করেছে উপজেলার লালুয়া ইউনিয়নের কলাউপাড়া বানাতী বাজারের ভুক্তভোগী মোঃ আব্দুল হক মৃধা।
লিখিত অভিযোগে মোঃ আব্দুল হক মৃধা বলেন, শুক্রবার ১৩ মে বানাতী বাজারে জমিজমা নিয়ে ওমর আলী প্যাদার সাথে আমার কথা কাটাকাটি হয় এক পর্যায়ে তার ছেলে রফিক প্যাদার নেতৃত্বে লোকজন নিয়ে এসে বানাতিবাজারে আমি সহ আমার আরও ২/৩ জন আত্মীয়-স্বজনের ওপরে অতর্কিত হামলা চালায়, হামলায় আমার মাথায় গুরুতর আঘাত লাগে, এসময় স্থানীয়রা আমাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে, আমি এখনো কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরও বলেন, ওইদিনের ঘটনাকেন্দ্র করে রফিক প্যাদার স্ত্রী আফরোজা বেগম (৩৫) বাদী হয়ে উল্টো আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করে, মামলায় আমি সহ আমার বেশ কিছু আত্মীয় স্বজনকে আসামি করেছে। সোমবার ১৬ মে আমার আত্মীয়-স্বজন স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে এবং আদালত তাদের জামিন মঞ্জুর করেন। সোমবার রাতে আনুমানিক ২ টা থেকে ৩ টার দিকে ওমর আলী প্যাদা গং কলাউপাড়া বানাতী বাজার নিজেদের বসত করে ঘর কুপিয়ে ভাঙচুর ও রফিক প্যাদার স্ত্রী আফরোজা বেগম নিজের শরিলে কাটাছেঁড়া করে। সকালবেলা স্থানীয়দের জানায় তাদের উপরে হামলা হয়েছে। এ ঘটনা ঘটিয়ে তিনি আমাদের আবারও একটি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার পায়তারা চালাচ্ছে।
আদো এই ঘটনা সত্যি নয়, এত বড় একটি ঘটনা যদি ঘটে থাকে তাহলে আশেপাশে থাকা বাড়িঘরের লোকজন কিছুই জানলো না কিছুই বুঝল না কেন। তিনি লিখিত অভিযোগের মাধ্যমে সাংবাদিক ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সঠিক তদন্ত হলে সত্য ঘটনা উদ্ঘাটন হয়ে যাবে। তিনি ওই নেককার ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করে ও সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।