চঞ্চল সাহাঃ কলাপাড়ায় ধুলাসার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র এক চেয়ারম্যান প্রার্থীর উপর হামলা করেছে আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধুলাসার ইউনিয়নের নতুনপাড়া গ্রামে মো.ইয়াকুব খান (৫৩) নামে ওই প্রার্থীর উপর হামলা করে আহত করা হয়। তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। এসময় তার এক ভাইর ছেলে ইমদাদ খান খবরটি শুনে ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করা হয়।
আহত ইমদাদ খান জানান, ঘটনার সময় তার চাচা ডা. ইয়াকুব খান নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে ভোটারদের সাথে আলাপ-আলোচনা করছিল। এসময় একই এলাকার ফারুক, আলামিন ও আরিফের নেতৃত্বে এক দল নৌকা সমর্থকরা প্রার্থী ডা.ই্য়াকুব খানকে মারধর করে তার বুকের উপর উঠে পাড়াতে থাকে। নৌকা সমর্থকদের সাফ কথা, এখানে নৌকা ছাড়া কেউ নির্বাচন করতে পারবে না।
এসময় তিনি ঘটনাস্থলে আসলে তাকেও উপর্যুপরি কিল,ঘুসি সহ গলা চেঁপে ধরা হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক ডা. অনুপ কুমার সরকার জানান, আহত ইয়াকুবের শরীরের বিভিন্ন অংশে ফুলা জখম রয়েছে। তাকে সাধ্যমত চিকিৎসা দেয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
মহিপুর থানার ওসি খন্দকার মো.আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে, বক্তব্যের জন্য অভিযুক্ত ফারুক,আলামিন ও আরিফের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের কেউকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, ১৫ জুন উপজেলার ধুলাসার এবং লতাচাপলী এ দু’টি ইউনিয়নে ইউ.পি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে স্থানীয় নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।