
আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় অধিগ্রহণের অবকাঠামোর ক্ষতিপুর টাকা বাড়িয়ে দেয়ার নাম করে মসজিদের ইমামের সর্বস্তর হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। ঘটনাটি ঘটেছে উপজেলার চরচান্দুপাড়া গ্রামে।
অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার লালুয়া ইউনিয়নে জমাজমি বাংলাদেশ সরকার মহাউন্নয়ন পায়রা সমুদ্র বন্দর নির্মানের জন্য অধিগ্রহণ করেন। এ সুযোগ কাজে লাগিয়ে একদল প্রতারক চক্র অসহায় মানুষদেরকে ভুল বুঝিয়ে ক্ষতিপুরনের টাকা বাড়িয়ে দেয়ার নাম করে কৌশলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। চরচান্দুপাড়া জামে মসজিদের ইমাম কারী মোঃ নিজাম উদ্দিন খানের ঘরবাড়ী অবকাঠামো অধিগ্রহনের আওতায় গেলে স্থানীয় ভুমিদস্যু প্রতারক মাজাহারুল ইসলাম দিপু (৩২), জামাল মল্লিক (৫২), ইমাম কারী মোঃ নিজাম উদ্দিন খানের অবকাঠামো ক্ষতিপুরনের টাকা বাড়িয়ে দেয়ার নাম করে কৌশলে এক লক্ষ চল্লিশ হাজার টাকা হাতিয়ে নেয়। ওই টাকা নেয়ার পর মাজহারুল দিপু নিজাম উদ্দিন খানের আবাসনে ঘর পাইয়ে দেয়ার নামে করে ৫ মে ২২ তারিখে দু' লক্ষ টাকা দাবী করে। নিজাম উদ্দিন খান ওই টাকা দিতে অস্বীকার করে। তার কাজ থেকে একটি অলেখা রেফ কাগজে ও নিজাম উদ্দিন খান এর নামের শাহজালাল ইসলামী ব্যাংক খেপুপাড়া শাখার হিসাব নম্বর ২০০১১২১০০০২৫৭৯৮ চেক পাতা নম্বর০০০০০০২ জোর পূর্বক স্বাক্ষর করে নেয়। পরে দু' লক্ষ টাকা চাঁদা দাবী করে। তাদের দাবীকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করায় প্রতারকচক্র নিজামের স্বাক্ষরিত কাগজও চেক পাতায় ব্যবহার করে মুল্যবান জামানত সৃষ্টি করার জন্য ভয়ভীতি প্রর্দশন করে। এর পরিপ্রেক্ষিতে কারী মোঃ নিজাম উদ্দিন খান কোনো উপায়ান্ত না পেয়ে গত২৩ মে সোমবার কলাপাড়া থানায় একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগ পেয়ে অফিসার ইনচার্জ মো, জসিম উপ- পরিদর্শক সৈয়দ মাওলা প্রিন্সকে সরেজমিনে পরিদর্শনের নির্দেশ দেন।
উপ-পরিদর্শক সৈয়দ মাওলা প্রিন্স মঙ্গলবার সকাল সরেজমিনে পরিদর্শনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
অপরদিকে অভিযুক্ত মোঃ মাজাহারুল ইসলাম দিপু মুঠো ফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। তবে তার বাবা জামাল মল্লিক জানান, আমার ছেলের কাজ থেকে চান্দুপাড়া গ্রামের অনেক লোকজন সামান্য কিছু মুনাফায় টাকা নিয়েছেন।