আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় গামুরিবুনিয়া আবাসন প্রকল্পের দরিদ্র পরিবারের চাষ করা পুকুরের মাছ জোরপূর্বক ধরে নেয়ার অভিযোগে চাকামইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর ফকির, ইউপি সদস্য মহসিন হাওলাদারসহ চারজন কে আসামি করে মামলা করা হয়। শুক্রবার রাতে কলাপাড়া থানায় আবাসন প্রকল্পের বাসিন্দা কহিনুর বেগম এ মামলা করেছে। মামলায় বলা হয়েছে শুক্রবার সকালে চেয়ারম্যানের নির্দেশে আসামিরা পুকুরের পানি সেচ দিয়ে জোর করে অন্তত ৯০ হাজার টাকার মাছ ধরে নেয়। এসময় বাধা দিলে আসামিরা কহিনুর বেগমসহ স্বাক্ষীদের মারধর লাঞ্ছিত করে।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মজিবর ফকির জানান, এ ঘটনায় তার কোন ধরনের সম্পৃক্ততা নেই। এটি একটি ষড়যন্ত্রমূলক মামলা।