আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় ধুলাসার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অটোরিকশা প্রতীকের সমার্থক রাসেল মাতব্বর (৩০) কে দিয়ে রড পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। এমন অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২৮ মে) রাত সাড়ে ১০ টায় ধুলাসার বাবলাতলা বাজারে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা উদ্ধার করে রাতেই রক্তাক্ত অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।
আহত রাসেল মাতব্বর জানান, শনিবার রাতে আমরা কয়েক জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহরিয়ার সবুজের বাড়িতে দেখা করে বাড়িতে যাওয়ার পথে নৌকা মার্কা প্রতীকের সমর্থক মুছা, ইলিয়াস, ইনু সহ ৮/১০ জন এলোপাতাড়ি রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে।
এ ঘটনায় আদালতে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।