আপন নিউজ অফিসঃ কলাপাড়া ধুলাসার ইউপি নির্বাচন ধিরে ধিরে উত্তপ্ত হয়ে উঠছে। এরই মধ্যে আওয়ামীলীগ প্রার্থীর সমর্থকরা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনারস মর্কার প্রচার গাড়ী ও লোকজনের উপর হামলা করেছে মো: ইনু মৃধার নেতৃত্বে নৌকা মার্কার সমর্থকরা।
রোববার বিকেলে ২নং ওয়ার্ডে ধুলাসার গ্রামে এ হামলা চালিয়ে আনারস মার্কার প্রচার মাইক বন্ধ করে দেয়। এবং আগামী দিন গুলোয় প্রচার না করার হুমকী দেয়। এব্যাপরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনারস মার্কর কেএম মেহেদী হাসান প্রিন্স খলিফা উপজেলা নির্বাচন অফিসার ও রিটানং কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছে। আগামী দিনগুলোতে নির্বচনী আচরন বিধি মেনে সুষ্ঠু শান্তি পূর্ন ভাবে নির্বাচনী প্রচার প্রচারনা চালাতে তার ব্যবস্থা নেয়ার দাবি জানান।
এব্যাপরে অভিযুক্ত মো: ইনু মৃধার সাথে একাধিক বার মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেনি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা আব্দুর রশিদ জানান জানান, অভিযোগ পেয়ে তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে।