চঞ্চল সাহা: কলাপাড়ায় দৈনিক যায়যায়দিনের ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ মিলায়তনে সোমবার বেলা ১১ টার দিকে কেক কেটে এবং আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। কলাপাড়া উপজেলা প্রতিনিধি চঞ্চল সাহার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো.হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক সৈয়দ শওকত হোসেন সানু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, কমিউনিষ্ট পার্টি খেপুপাড়া শাখার সাধারন সম্পাদক কমরেড নাসির তালুকদার, কলাপাড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক এস.এম মোশারেফ হোসেন মিন্টু । এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজব্হাউদ্দিন মান্নু, যুগান্তরের কলাপাড়া প্রতিনিধি অমল মূর্খাজী, প্রথম আলোর কলাপাড়া প্রতিনিধি নেছারউদ্দিন আহমেদ টিপু, রিপোর্টাস ইউনিটির সভাপতি জাহিদ রিপন, সাধারন সম্পাদক মো.ফরিদ উদ্দিন বিপু, রিপোটার্স ক্লাবের সভাপতি এস.কে রঞ্জন, সাধারন সম্পাদক সুজন মৃধা, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো.মিজানুর রহমান বুলেট, দৈনিক জাগরন পত্রিকার কলাপাড়া প্রতিনিধি গৌতম হাওলাদার,৭১’টিভির প্রতিনিধি মিলন কর্মকার রাজু, কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল আপন নিউজের সম্পাদক এস এম আলমগীর হোসেন, সাংবাদিক মো.সগির হোসেন, সোলায়মান পিন্টু, সহ সাংবাদিক নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন এ্যালফাবেট কিন্ডার গার্টেনের পরিচালক মো.মোস্তফা জামান সুজন।