প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ২:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১০, ২০২০, ৭:৩১ অপরাহ্ণ
পায়রা বন্দরে ক্যারেং এর বাটেক ছিড়ে মাথায় পড়ে নির্মাণ শ্রমিক নিহত

আপন নিউজ রিপোর্টঃ
দেশের তৃতীয় পায়রা সমুদ্র বন্দরের ভবন নির্মাণ কাজে ব্যবহৃত ক্যারেং এর বাটেক (মিকচার মেশিনের ডাব্বা) ছিড়ে উপর থেকে মাথায় পড়ে গুরুতর জখম হয়ে নিহত হয়েছেন শ্রমিক পলাশ হাওলাদার (২৮)। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় দুর্ঘটনাটি ঘটেছে। টিয়াখালীতে পায়রা বন্দর প্রকল্প এলাকায় ভবন নির্মাণ কাজের দৈনিক চুক্তিভিত্তিক শ্রমিক হিসেবে কাজ করত নিহত পলাশ। কলাপাড়া থানার এসআই মো. আসলাম জানান, নিহত শ্রমিক পলাশের বাবার নাম হানিফ হাওলাদার। বাড়ি বরগুনা জেলার তুলশিবাড়ি এলাকায়। পলাশ নুরজাহান কনস্ট্রাকশন্স ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক ছিল। পায়রা বন্দরের নির্মানাধীন পাঁচ তলা ভবনের শ্রমিক হিসেবে কাজ করছিল পলাশ।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.