আপন নিউজ অফিস।। কলাপাড়ায় গণমাধ্যমকর্মী ও দলিল লেখক আবু জাফর প্রদীপ হত্যাকাণ্ডের প্রতিবাদে খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও সমাবেশে কলাপাড়া সাংবাদিক ক্লাবের সভাপতি নীলরতন কুন্ডু নিলয়'র সভাপতিত্বে ও রিপোর্টার্স ক্লাবের সহ-সাধারণ সম্পাদক রাসেল মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক নেছারউদ্দিন আহমেদ টিপু, সদস্য এডভোকেট গোফরান বিশ্বাস পলাশ, নিহত বড় ভাই মিজানুর রহমান টুটু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে রঞ্জন, কলাপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি নুরুল আমিন, রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি রাসেল কবির মুরাদ, কলাপাড়া সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম দোলন ঢালী, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কলাপাড়ার শাখার সাধারণ সম্পাদক মো: ওমর ফারুক প্রমুখ।
এ সময় কলাপাড়া উপজেলায় কর্মরত সকল গণমাধ্যমকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা চাঞ্চল্যকর প্রদীপ হত্যা কান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।
উল্লেখ্য, রোববার উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে আবু জাফর প্রদীপ (৩০) কে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সোমবার রাতে নিহতের স্ত্রী জিনিয়া আক্তার নিহতের সেজ ভাই ইলিয়াস হোসেন সোহাগকে প্রধান আসামী করে অজ্ঞাত ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে সোহাগ।