চঞ্চল সাহা।। কলাপাড়ায় ভ্রাম্যমান এক ব্যবসায়ীর পন্যসামগ্রীতে শত্রুতামূলক আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। সোমবার গভীর রাতে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসার আগেই সকল পন্যসামগ্রী পুড়ে ছাই হয়েছে। এতে ক্ষতির পরিমান দেড় লক্ষাধিক টাকা বলে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্থ মো.দুলাল বয়াতি জানান, তিনি দীর্ঘ ৪০ বছর ধরে বিভিন্ন এলাকার সাপ্তাহিক বাজার গুলোতে সাজি, ডালা, হোগলা, চালনী বেলনীর পশরা সাজিয়ে ব্যবসা পরিচালনা করতেন। মংগলবার পৌরশহরের সাপ্তাহিক বাজার বিধায় সোমবার মালামাল গুছিয়ে ঢেকে রেখে যায় । রাতে কে বা কারা সেই মালামালে আগুন লাগিয়ে দেয়। খোলা মাঠের মধ্যে রাখা মালামালে আগুন লাগার কোন সুযোগ নেই ,ফলে এ ঘটনাকে তিনি শত্রুতামূলক বলে উল্লেখ করেন। দুলাল বয়াতীর বাড়ী উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ গ্রামে। এ ঘটার এক বছর আগেও দূর্বৃত্ত চক্রের সদস্যরা অনুরূপ ভাবে খোলা মাঠে রাখা তার মালামালে আগুন লাগিয়ে ক্ষতি সাধন করে। এভাবে একের পর এক আগুনের ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা বিপর্যস্ত হয়ে পড়ে। এতে পাশের অন্যান্য ভ্রাম্যমান ব্যবসায়ীরা আগুন আতংকে রয়েছে বলে জানা গেছে।