আপন নিউজ অফিস।। কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের পাশ থেকে আবুল কালাম (৫০) নামের এক ব্যক্তি লাশ উদ্ধার করেছে পুলিশ। ৫ জুলাই মঙ্গলবার সকাল ১০ টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের খলিলপুর নামকস্হান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। মৃত্যু আবুল কালাম এর বাড়ী চাকামইয়া ইউনিয়নের কাছিমখালী গ্রামে। তার বাবার নাম বনি আমিন।
নিহতের পরিবার সুত্রে জানা গেছে, কালাম ১৬ বছর আগে মানসিক ভারসাম্যহীন অবস্হায় বাড়ীতে কাউকে কিছু না বলে, এদিক সেদিক চলে যেত। আবার ৪/৫ দিন কোন খোঁজখবর থাকতোনা। হঠাৎ করে আবার বাড়ীতে চলে আসত। গত ২৯ জুন বুধবার সকালে বাড়ী থেকে চলে যান।আমরা আত্মীয় স্বজনদের বাড়ীতে খোঁজখবর নিয়েছি, তার কোন খোঁজখবর পাইনি।
দুঃস্হ ও অসহায় মানুষদের নিয়ে কাজ করাসেবামুলক প্রতিষ্টানঅন্যদানের প্রতিষ্ঠাতামিন্টু মিয়াজানান,মহাসড়কের পাশে একটি লাশ পড়ে আছে।এমন সংবাদ পুলিশ আমাদের জানালে আমরা তাদের সহায়তায় লাশ উদ্ধার করে কলাপাড়া থানায় নিয়ে আসি। তবে মারা যাওয়া ব্যক্তির মাথায় আঘাতের চিহৃ রয়েছে। পুলিশ ধারনা করছেন কোন দ্রুতগামী যানবাহনের ধাক্কায় তিনি মারা গেছে।
কলাপাড়া থানা অফিসার ইনচার্জ মো, জসীম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রির্পোট পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।