আপন নিউজ অফিস।। কলাপাড়ায় জমিজমা বিরোধ কে কেন্দ্র করে লাইজু বেগম (৩৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে জখম করার অভিযোগ করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১২ টায় উপজেলার ধুলাসার ইউনিয়নের চর গঙ্গামতি গ্রামে এ ঘটনা ঘটেছে।
গৃহবধূর স্বামী শ্রমিক আবুল হোসেন অভিযোগ করে বলেন, পূর্বের জমিজমা বিরোধ কে কেন্দ্র করে একই গ্রামের রফিক তালুকদার ও তার স্ত্রী, জামাই আলোয়ার, ভায়রার ছেলে সোলেমান সহ ৪/৫ জন তার স্ত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। এছাড়াও সটকা মারা হয় তার ওপর, এতে মাথায় আঘাত পায়।
এ ঘটনার মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানান।