আপন নিউজ অফিস।। কলাপাড়ায় দোকানের সোলারের ব্যাটারি চুরির অপবাদ দিয়ে মাসুদ গাজী (২৫) নামের এক শ্রমিককে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত গুরুতর জখম করা হয়েছে।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।
বুধবার সন্ধ্যায় উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মাসুদ গাজীর মা জানান, বুধবার সন্ধ্যায় মাসুদ মাছ ধরতে যাওয়ার পথে পথরোধ করে চুরির অপবাদ দিয়ে স্থানীয় মতি মুন্সি, ফেরদাউস, রফিক, আনসার হাওলাদার সহ ৮/১০ জন রড ও লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে।
কলাপাড়া হাসপাতালের কর্মরত চিকিৎসক জানিয়েছেন, তার মাথায় বেশ কয়েকটি সেলাই করা হয়েছে, আপাতত কলাপাড়া হাসপাতালে ভর্তি রাখা হয়েছে, তবে যে কোন সময় উন্নত চিকিৎসার জন্য রেফার করা হবে।