আপন নিউজ অফিস।। কলাপাড়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাবিকে পিটিয়ে জখম করেছে দেবর।
শুক্রবার বিকেল ৩ টায় বাদুরতলী এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ভাবি হলেন- ওই এলাকার মনির খানের স্ত্রী ফিরোজা বেগম (৪০)। এ ঘটনায় মামলার চলছে
আহত ফিরোজা বেগম'র ভাই সুলতান হাওলাদার জানান, বোনের দেবর শহিদ খান, তার স্ত্রী ও ছেলে বায়জীদ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। এছাড়াও মাথার চুল ধরে বেড়ার সাথে আঘাত করে, এতে তার মাথায় মারাত্মক আঘাত পায়। খবর পেয়ে তাকে বাড়ি থেকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছি।
তিনি আরো বলেন, দুলাভাইয়ের ওর সোজা সরলসোজা কে কাজে লাগিয়ে প্রায় সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার বোন ফিরোজা বেগম কে মারধর করে থাকে তার দেবর। আমি এ ঘটনায় বিচার চাই।
কলাপাড়া থানার ওসি মোঃ জসীম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।