আপন নিউজ অফিস।। কলাপাড়ায় কৃষক লীগের বর্ধিত সভা ও কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধ্যায় উপজেলা দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভা শেষে সকলের সম্মতিক্রমে উপজেলা কৃষক লীগের শূন্যপদে কো-অপসন করা হয়।
সর্ব সম্মতিক্রমে মীর তারিকুরজ্জামান তারাকে ভারপ্রাপ্ত সভাপতি এবং খাইরুল আমিন তালুকদারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
এর আগে ওই বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ড. শহিদুল ইসলাম বিশ্বাস, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক শওকত হোসেন সানু।
বর্ধিত সভাটি সঞ্চালনা করেন গোলাম মোহাম্মদ রায়হান। পরে বাংলাদেশ কৃষক লীগ কলাপাড়া উপজেলা শাখার দপ্তর সম্পাদক বাবু উত্তম দাস কলাপাড়া সাংবাদিক ফোরামে প্রেস বিজ্ঞপ্তি দেন।