আপন নিউজ অফিস।। বাংলাদেশ তাঁতী লীগ কলাপাড়া উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। কলাপাড়া উপজেলা তাঁতী লীগের সভাপতি নেছার উদ্দিন খোকন'র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড.শহিদুল ইসলাম বিশ্বাস। আরও বক্তব্য রাখেন উপজেলা তাঁতী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ নবাব খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সবুজ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এম,এম মাইনুল ইসলাম প্রমুখ। সভাট পরিচালনা করেন উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ বাচ্চু।