আপন নিউজ অফিস।। কলাপাড়ায় টলিগাড়ির চাপায় পায়রাবন্দরের গাড়ির ড্রাইভার মোঃ ইউসুফ মৃধা (৩২) নিহত হয়েছে।
বুধবার সকাল সাড়ে সাতটায় পায়রা বন্দর ফোর লাইন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ ইউসুফ মৃধা উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের কাদের মৃধার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ইউসুফ প্রতিদিনের মত পায়রাবন্দরে কাজের জন্য মোটরসাকেল যোগে যাচ্ছিল, এমন সময় অন্য সাইট থেকে আসা একটি ট্রলি গাড়ি তাকে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।