আপন নিউজ অফিস।। কলাপাড়ায় শোকের মাস আগষ্ট উপলক্ষে উপজেলা ও পৌর কৃষক লীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
সোমবার সকাল ৯ টায় আওয়ামী দলীয় কার্যলয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। পরে জাতির জনক বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর মুর্যাল বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আখতাউর রহমান হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম খালেক খান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন, পৌর কৃষক লীগের সভাপতি এসএম মুতুল্লাহ্ সৌরভ শিকদার, সহ-সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম দোলন ঢালী, সাংগঠনিক সম্পাদক শাওন মিত্র।
আরও উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ডের পৌর কৃষক লীগের সভাপতি শাহজাহান মাতুব্বর, ধুলাসার কৃষক লীগের সভাপতি ছোবাহান প্যাদা, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ব্যাপারী, নীলগঞ্জ ইউনিয়ন কৃষক লীগের মহিলা সম্পাদিকা কাজল, সদস্য লালয়া আক্তার খুশি, ৮নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ফরাজিসহ কৃষক লীগের উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।