আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে কর্মী সভা বুধবার পুরাতন হাসপাতাল সড়কের মজুমদার মার্কেটের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব জিএম দেলওয়ার হোসেনের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এ্যাড. ধীরেন্দ্র দেবনাধ শম্ভু। আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বরগুনা জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গির কবির, সহ-সভাপতি মোঃ হুমায়ূন কবির, অধ্যাপক শাহজাহান কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোতালেব মৃধা, মোঃ মন্টু মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম সরোয়ার টুকু, মনিরুজ্জামান, আমতলী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম সরোয়ার ফোরকান, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এ্যাড.এমএ কাদের মিয়া, মোঃ নাজমুল আহসান নান্নু, ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম শাহজাদা আকন, মোঃ আলমগীর কবির, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা ,এ্যাড. নুরুল ইসলাম মিয়া, মোঃ আখতারুজ্জামান বাদল খান, মোঃ শহীদুল ইসলাম মৃধা,মোঃ বোরহান উদ্দিন মাসুম তালুকদার ও হারুন অর রশিদ প্রমুখ। সভায় উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।