আপন নিউজ অফিস।। কলাপাড়ায় এক ব্যবসায়ীকে মারধর করে এক লাখ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী ব্যবসায়ীর নাম মোস্তফা হাওলাদার (৪৫)। তিনি উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের বাসিন্দা ও নাচনাপাড়া চৌরাস্তা এলাকার কাঠ ব্যবসায়ী।
শনিবার রাত সাড়ে ৯ টায় নাচনাপাড়া চৌরাস্তা মাছ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মোস্তফা হাওলাদার অভিযোগ করে বলেন, সারাদিন গাছ বিক্রি করে রাতে টাকা নিয়ে বাড়ি যাওয়ার পথে ওঁৎ পেতে থাকা বেল্লাল হাওলাদার ও শামিম সহ ৪/৫ জন আমার উপর হামলা করে আমার মাথায় আঘাত করে পরনের শার্ট ছিঁড়ে পকেট থেকে টাকাগুলো ছিনিয়ে নেয়। স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।
এ ঘটনায় আদালতে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।