আপন নিউজ অফিস।। কলাপাড়া বন বিভাগের সাবেক রেঞ্চ অফিসার ও আমতলী এস এফ পি সি'র ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম (৫৬) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১১ আগষ্ট) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পটুয়াখালী-কলাপাড়া মহাসড়কের রজপাড়া নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি নিহত হন।
জানা গেছে, আমতলী থেকে নিজের মোটরসাইকেল যোগে কলাপাড়ায় নিজ বাড়িতে আসার পথে গাছ বোঝাই একটি নসিমন গাড়ির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধর করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।