আপন নিউজ অফিস।। কলাপাড়ায় বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি(প্রাঃ) লিমিটেড (বিসিপিসিএল) পায়রা ১৩২০ মেঘাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র জাতীয় শোক দিবস উপলক্ষে তিন দিন ব্যাপী কলাপাড়ার ধানখালী, চম্পাপুর, লালুয়া ও টিয়াখালী এ চার ইউনিয়নের তিন হাজার অসহায় দুস্থদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেছে।
মঙ্গলবার বেলা ১১টায় ত্রান সামগ্রী বিতরন অনুষ্ঠানে বক্তব্য টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহামুদুর হাসান সুজন মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিসিপিসিএলনির্বাহী প্রকৌশলী ওয়াং জিং জি, বিসিপিসিএল ব্যবস্থাপক(ফ্যাসিলিটি) মো.শহীদ উল্লাহ ভূঁইয়া, বিসিপিসিএল এর সহকারি ব্যাবস্থাপক শাহ মনি জিকো প্রমুখ।