চঞ্চল সাহা।। রাঙ্গাবালী উপজেলার চাইলতাবুনিয়া গনির চর এলাকায় বজ্রপাতে রোমান মুফতি (৪৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটার পর বিকেল সাড়ে ৫ টার দিকে তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সে চাইলতাবুনিয়া গ্রামের ওবায়দুল মুফতির ছেলে।
অপরদিকে, বজ্রপাতের বিকট শব্দে মততাজ বেগম (২৪) এবং আবদুল্ল্হা (১১) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। মমতাজ কলাপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন। এছাড়া আবদুল্লাহকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মমতাজের বাড়ী উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে। আবদুল্লাহর বাড়ী লতাচাপলী ইউনিয়নের কুয়াকাটায়।