চঞ্চল সাহা।। কুয়াকাটায় জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাত একটি লাশ উদ্ধার করেছে পুলিশ । সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি মধ্য বয়সী কোন পুরুষ মানুষের লাশ বলে জানা গেছে। এটি বিবস্ত্র অবস্থায় ভেসে এসেছে। তবে লাশটি বিকৃত অবস্থায় ছিল। স্থানীয়দের ধারনা, গত এক সপ্তাহ আগে বৈরী আবহাওয়ার কারনে সাগরে অর্ধশত মাছ ধরা ট্রলার সহ চারশত জেলে নিয়ে ডুবে যাওয়ার ঘটনায় নিহত কোন জেলের লাশ।
মহিপুর থানার ওসি খন্দকার মোহাম্মদ আবুল খায়ের বলেন’ লাশটি বিকৃত বলে সনাক্ত করা যায়নি। তবে পটুয়াখালী মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।