আপন নিউজ অফিস।। কলাপাড়ায় পানিতে ডুবে ১৬ মাসের আজমাইন নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সাড়ে ১১ টায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে।
মৃত্যু শিশু বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামের সবুজ হাওলাদারের ছেলে।
পরিবারের স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি উঠানে খেলছিল, এমন সময় বাড়ির পুকুরে পড়ে যায়, পরে পরিবারের লোকজন পুকুর থেকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।