চঞ্চল সাহা।। কলাপাড়ায় মো.ফিরোজ হাওলাদার নামে এক ব্যবসায়ীর বাড়ীতে দুর্র্বত্তরা হানা দিয়ে ৭ ভরি স্বর্নালংকার সহ অন্ততঃ ৩৫ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। সোমবার গভীর রাতে উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা এসময় ওই বাড়ীর জানালার গ্রীল কেটে ঘরের ভিতর ঢুকেছে বলে জানা গেছে।
দুর্বৃত্তরা ব্যবসায়ীর পরিবারের সদস্যদের ৮টি মোবাইল নিয়ে এ গুলো থেকে সিমকার্ড, ব্যাটারী খুলে রাখে। পরে ঘরের আলমীরা এবং সুকেজ থেকে র্স্বনালংকার সহ নগদ টাকা নিয়ে যায়। এসময় ঘরের কেউই টের পায়নি বলে জানা গেছে।
এ ব্যাপারে ব্যবসায়ী মো.ফিরোজ হাওলাদার জানান, তিনি রাত তিনটার দিকে সজাগ হয়ে তার পাশে রাখা মোবাইল দু’টি না দেখে সন্দেহ হয়। তাৎক্ষনিক পরিবারের অন্যান্য সদস্যদের ঘুম থেকে উঠালে ঘরের সকল দরজা খোলা দেখতে পান। পরে একটি খাটে সকল মোবাইল গুলোর সিমকার্ড এবং ব্যাটারী খোলা অবস্থায় দেখতে পান । তাৎক্ষনিক তার মোবাইলের সিমকার্ড এবং ব্যাটারী সেট করে ত্রিপল নাইন এ ফোন করেন। কিছুক্ষন পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে ওই ব্যবসায়ী উল্লেখ করেন।
কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে ওই ব্যবসায়ী কোন মামলা কিংবা সাধারন ডায়েরী করেনি বলে তিনি উল্লেখ করেন।