আপন নিউজ অফিস।। কলাপাড়ায় ধর্ষণের মামলা করায় স্বামী মোঃ শহিদ খান (৪০) কে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।
বৃহস্পতিবার রাত ৯ টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুলতলী গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মোঃ শহিদ খান জানান, প্রায় ৩ মাস আগে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় বেলাল সহ সাতজনের নামে আদালতে মামলা দায়ের করেন তিনি। ওই মামলায় প্রধান আসামী হেলাল জেল হাজতে থেকে জামিনে বের হয়ে এসে মামলা উঠাতে বিভিন্ন হুমকি দিয়ে আসছিল। তিনি আরও জানান, সর্বশেষ বৃহস্পতিবার রাত ৯ টার দিকে আমার উপর হামলা করতে বাড়ির সামনে ওঁৎ পেতে থাকা জসিম, নাহিম, বেল্লাল, বেলাল হামলা করে রড দিয়ে পিটিয়ে জখম করে।
এ ঘটনায় মামলার প্রস্তুত চলছে বলে তিনি জানিয়েছেন।