চঞ্চল সাহা।। কুয়াকাটায় জোয়ারের পানিতে ভেসে এসেছে অর্ধগলিত একটি তিমি মাছ। শনিবার সকাল পৌনে আটটার দিকে কুয়াকাটা ঝাউ বাগান সংলগ্ন সি-বীচে তিমিটি ভেসে আসে । প্রথমে স্থানীয় বাসিন্দারা তিমিটি দেখে প্রশাসনকে জানায়। তাৎক্ষনিক শতশত মানুষ এটি দেখতে ভীড় জমায়। তিমিটি বেলিন প্রজাতির বলে মৎস্য গবেষকরা ধারনা করছেন। এটি অন্ততঃ ৩১ ফুট দৈর্ঘ্য এবং প্রস্থ অন্ততঃ সাড়ে পাঁচ ফুট। তিমিটি অর্ধগলিত বলে এর বিভিন্ন অংশ ছুটে,ফেটে গেছে। স্থানীয়দের ধারনা, এটি অন্ততঃ ২০ দিন আগে মারা গেছে। পুরো মাছটি অন্ততঃ ৪০/৪৫ ফুট দৈর্ঘ্য হতে পারে বলে মনে করছেন প্রত্্যক্ষদর্শীরা।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সভাপতি মো.রুমান ইমতিয়াজ তুষার জানান, সাগরে ডলফিন মারা যাচ্ছে আংশকাজনক হারে, এখন তিমিও মারা যাচ্ছে। তবে এর কারন উদঘ্টানের চেষ্টা করা হচ্ছে।
ইকোফিস প্রকল্পের পটুয়াখালী জেলার সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, ধারনা করা হচ্ছে এটি বেলিন প্রজাতির তিমি মাছ। তবে অর্ধগলিত বলে প্রজাতির বিষয়টি স্পষ্ট করা যাচ্ছে না। এর মৃত্যুর কারন উদঘাটনের জন্য গবেষনা চলছে।