আপন নিউজ অফিস।। কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পুর্ব রজপাড়া আলমগীর সিকদারের বাড়িতে চুরি'র ঘটনা ঘটেছে।
শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পুর্ব রজপাড়া গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
ওই বাড়ির মোঃ দুলাল সিকদার জানান, তার ছোট ভাইর মোটরসাইকেল কেনার জন্য ব্যাংকে লোন করে নগদ এক লাখ টাকা উঠিয়ে বাড়িতে রাখে। শনিবার রাতে একদল চোর ঘরের দরজা সিটকানি খুলে ঘরে প্রবেশ করে শোকেসে থাকা ওই নগদ এক লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় রবিবার সকালে কলাপাড়া থানার পুলিশ ঘটনাস্থালে পরিদর্শন করেছে।