আপন নিউজ অফিস।। কলাপাড়ায় চার বছরের এক শিশুকে ডাব খাওয়ানোর কথা পরিত্যক্ত এক ঘরে নিয়ে যৌণ নিপীড়ণ করায় পুলিশ ১৪ বছরের এক কিশোরকে আটক করেছে।
মঙ্গলবার ওই শিশুর দাদার দায়ের করা মামলায় লালুয়া ইউনিয়নের মহল্লাপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
কলাপাড়া থানার এস আই গোলাম মাওলা মামলার বরাত দিয়ে জানান, গত সোমবার দুপুর আড়াইটার দিকে মহল্লাপাড়া গ্রামে ডাব খাওয়ানোর কথা বলে ওই শিশুকে পরিত্যক্ত ঘরে নিয়ে যায় ওই কিশোর। এরপর তার উপর যৌণ নিপীড়ণ চালায়। এসময় শিশুটির ডাকচিৎকারে প্রতিবেশী সহ স্বজনরা এগিয়ে এলে ওই কিশোর পালিয়ে যায়। এসময় শিশুটি যন্তণায় ছটফট করতে থাকলে সন্ধায় তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রাতে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী স্থানান্তর করা হয়।
পুলিশ কর্মকর্তা জানান, এঘটনায় শিশুর দাদার নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলার প্রেক্ষিতে ওই কিশোরকে আটক করা হয়েছে। বুধবার তাকে পটুয়াখালী শিশু আদালতে প্রেরণ করা হবে।