নাজমুস সাকিব।। ‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ এই স্লোগানকে সামনে রেখে আমরা কলাপাড়াবাসী সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২২’ পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ৯ টা থেকে বিকাল ৩.১০ পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করে সংগঠনটি।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন খেপুপাড়া নেছারুদ্দীন ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক, আলিম উজ্জামান, সহকারী অধ্যাপক, আবদুল মান্নান, ইংরেজি লেকচারার, আতাউর রহমান, শিক্ষক, ফোরকানুল ইসলাম, কলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহসিন উদ্দিন।
বৃক্ষরোপন শেষে সদস্যরা বলেন, "উপকূলীয় অঞ্চলে পূর্বের ন্যায় বৃক্ষরোপন কর্মসূচী আর তেমন দেখছি না। সিডর বন্যার পর এই অঞ্চল যেভাবে বনশূন্য হয়েছে এটা আমাদের অঞ্চলের জন্য উদ্বেগের বিষয়। উপকূলীয় বন বিভাগ এর তত্ত্বাবধায়নে পরিকল্পিত বনায়নের জন্য আহবান জানাই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আমরা কলাপাড়াবাসী সেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক, নজরুল ইসলাম, প্রচার সম্পাদক রিদয়, মিলন, রাতুল, হেমায়েত নাজমুস সাকিব প্রমুখ।