চঞ্চল সাহা।। কলাপাড়ায় বিশিষ্ট নাট্যকার,কচিমুখ নাট্যাঙ্গনের প্রতিষ্ঠাতা মো.আতিকুর রহমান মিরাজের ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। রবিবার রাতে পৌরশহরের কর্মকারপট্রি সংলগ্ন তার ব্যবসা প্রতিষ্ঠানে এ চুরির ঘটনা ঘটে। চোরের দল মেঘদূত গিফ্ট কর্নার নামে ওই ব্যবসা প্রতিষ্ঠানের দরজার তালা ভেঙ্গে দোকানের ভিতর থেকে মালামাল নিয়ে যায়। তবে কত টাকার কিংবা কি পরিমান মালামাল নিয়েছে তা জানা যায়নি। এ ব্যাপারে থানায় তিনি সাধারন ডায়েরী করবেন বলে জানা গেছে।
নাট্যকার আতিকুর রহমান মিরাজ বলেন’ তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সাবেক সংসদ সদস্য মরহুম আনোয়ার-উল ইসলামের বাসভবন। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানটি সড়ক সংলগ্ন। এরমধ্যে এমনিভাবে চুরি অনাকাংখিত বলে তিনি উল্লেখ করেন।
’নাগরিক উদ্যোগ’ কলাপাড়ার আহবায়ক কমরেড নাসির তালুকদার জানান, সম্প্রীতি কলাপাড়ায় লাগাতর চুরির ঘটনা ঘটে চলেছে। এমনকি দিনে-দুপুরেও পৌর এলাকায় একাধিক বাসা-বাড়ীতে চুরি সংঘঠিত হচ্ছে। মানুষ এ চুরি নিয়ে শংকিত হয়ে পড়েছে বলে তিনি উল্লেখ করেন।
কলাপাড়া থানার ওসি মো.জসীম জানান, চোরের উপদ্রুপ ঠেকাতে পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা সহ পুলিশী টহল বাড়ানো হয়েছে। অচিরেই চুরির সাথে জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হবেন বলে তিনি উল্লেখ করেন।