আমতলী প্রতিনিধি।। তালতলী উপজেলার তাতিপাড়া গ্রামের এক গৃহবধূকে (২০) ধর্ষণে ব্যর্থ হয়ে হানিফ হাওলাদার তাকে বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। একই সাথে পালিয়ে যাওয়ার সময় এক পথচারীকেও সে মারধর করেছে। এ ঘটনায় ওই গৃহবধু হানিফ হাওলাদারের (২০) বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত হানিফ হাওলাদার একই গ্রামের মুজাম্মেল হাওলাদারের ছেলে। ঘটনা ঘটেছে রবিবার রাতে।
জানাগেছে, উপজেলার তাতিপাড়া গ্রামের মুজাম্মেল হাওলাদারের ছেলে হানিফ গত চার মাস ধরে প্রতিবেশী এক গৃহবধূকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি হয়নি ওই গৃহবধু। এতে ক্ষিপ্ত হন হানিফ হাওলাদার। রবিবার রাতে হানিফ হাওলাদার ওই গৃহবধূর বাড়িতে ওত পেতে থাকে। ওই গৃহবধু ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তার বাড়ীতে কেউ ছিল না। ওই সুযোগে হানিফ ঘরের মধ্যে ঢুকে তাকে ঝাপটে ধরে জোড়পুর্বক ধর্ষণ চেষ্টা চালায়। ওই গৃহবধূ ডাক চিৎকার সে ধর্ষণে ব্যর্থ হয়। এতে ক্ষিপ্ত হয়ে তাকে বেধড়ক মারধর করে। পরে গৃহবধু ৯৯৯ ফোন দিলে পুলিশ ওই বাড়ীতে এসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে হানিফ হাওলাদার দৌড়ে পালিয়ের যায়। এ সময় এক পথচারীর সাথে দেখা হলে তাকেও হানিফ হাওলাদার মারধর করেছে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক মারধরের শিকার ওই ব্যক্তি।
গৃহবধু বলেন, আমাকে হানিফ হাওলাদার চার মাস ধরে মোবাইলে কুপ্রস্তাব দিয়ে আসছিল। আমি তার প্রস্তাবে রাজি না হওয়ায় রবিবার রাতে আমাকে ঝাপটে ধরে ধর্ষণ চেষ্টা চালায়। ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে সে আমাকে মারধর করেছে। পরে আমি ৯৯৯ ফোন দিলে পুলিশ আমার বাড়ীতে আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে হানিফ হাওলাদার পালিয়ে যায়।
তালতলী থানার ওসি কাজী কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এখনো অভিযোগ হাতে পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।