আপন নিউজ অফিস।। কলাপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে হিমু মৃধা (৩৫) ও তার স্ত্রী খাদিজা বেগম (২৫) কে পিটিয়ে জখন করার অভিযোগ পাওয়া গেছে। তাদের আহত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার বিকেলে উপজেলার টিয়াখালী ইউনিয়নের টিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
আহত হিমু মৃধা জানান, পূর্ব শত্রুতা জের ধরে ঘটনার দিন বাড়ির পুকুরের মাছ ধরার সময় মিথ্যা চোরের অপবাদ দিয়ে একই গ্রামের রাসেল আকন, রাজ্জাক আকন ও বারেক আকন সহ ১০/১২ জন লাঠি দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে জখম করে। তিনি আরো বলেন, এসময় আমাকে রক্ষা করতে আমার স্ত্রী এগিয়ে আসলে তাকেও এলোপাতাড়িভাবে পিটিয়ে জখম করে। পরে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। এ ঘটনায় মামলা প্রস্তুত চলছে বলে তিনি জানিয়েছেন।
এ ব্যাপারে কলাপাড়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম বলেন, এ ঘটনা এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।